আন্তর্জাতিক, এশিয়া

আর্মেনিয়ার দুটি জঙ্গিবিমান ধ্বংস করেছে আজারবাইজান

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে অক্টোবর ২০২০ ১১:১৯:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্মেনিয়ার আরও একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে আজারবাইজান।

গতকাল রবিবার আজেরি ভূখণ্ডে হামলার প্রাক্কালে গুলি করে এসইউ-২৫ জঙ্গিবিমানটি ভূপাতিত করা হয়। জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আগের দিন শনিবারও আর্মেনিয়ার এসইউ-২৫ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার কথা জানায় আজারবাইজান।

সর্বশেষ জঙ্গিবিমান ভূপাতিত করা প্রসঙ্গে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে।  তাতে বলা হয়,স্থানীয় সময় রোববার দুপুরে আর্মেনীয় বিমানটি জাবরাঈল এলাকায় আজেরি ভূখণ্ডে বিমান হামলা চালানোর চেষ্টা করছিল। এ সময় সেটি গুলি করে ভূপাতিত করা হয়।

নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। সাম্প্রতিক সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এই সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও ১৯৯০ এর দশকে তা দখল করে নেয় আর্মেনিয়া। আজারবাইজান প্রথম থেকেই ওই ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

আরও পড়ুন