আন্তর্জাতিক, ভারত

আসামে ১ লাখ ভূমিহীনকে জমি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে জানুয়ারী ২০২১ ১২:৫৫:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এক লাখ ভূমিহীনের হাতে জমি তুলে দিতে আজ আসাম সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আসাম সফর শেষে বিকেলে কলকাতায় যাবেন নরেন্দ্র মোদী। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পরাক্রম দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন মোদী। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপস্থিত থাকার কথা।

এদিকে আজ আসামের সোনিতপুরে বনধ ডেকেছে আসাম ছাত্র ইউনিয়ন। কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুক্রবার সোনিতপুরে আসাম ছাত্র ইউনিয়ন বিক্ষোভ মিছিল করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ ঘটনায় আটক করা হয় বেশ কয়েকজনকে। প্রতিবাদে মোদীর আসাম সফরের মধ্যেই বনধ ডাকে আসাম ছাত্র ইউনিয়ন।

আরও পড়ুন