আয়ারল্যান্ডে কোয়ালিশন সরকার গঠন হতে যাচ্ছে। বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে এমনটাই আভাস দিচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।
বুথ ফেরত জরিপ অনুযায়ী, প্রধান তিন দল ফিন গায়েল, সিন ফেইন ও রিপাবলিকান পার্টি কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাই আগামী ২০ শে ফেব্রুয়ারি ১৬০ আসনবিশিষ্ট আইরিশ পার্লামেন্ট ডয়েলে কোয়ালিশন সরকার গঠিত হতে যাচ্ছে। জরিপ মতে, ৩৩ তম সাধারণ নির্বাচনে তিন দলই প্রায় ২৩ শতাংশ ভোট পেয়েছে।
এর আগে, স্থানীয় সময় শনিবার সকাল ৭ টায় শুরু হয়ে ভোট চলে রাত ১০ টা পর্যন্ত। চলমান স্বাস্থ্যসেবা সংকট এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া ব্রেক্সিট ও বেকারত্বের মত ইস্যুগুলোও ভাগ্য বদলে দিতে পারে প্রার্থীদের।