ইউরোপ

ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে একজনের মৃত্যু

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই জানুয়ারী ২০২২ ১২:৪১:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকাডুবিতে একজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার পথে ৩০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ডুবে যায় নৌকাটি। পরে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

এসময় একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে ফ্রান্সের কর্তৃপক্ষ। প্রাণ হারানো ওই ব্যক্তি সুদানের নাগরিক বলে জানিয়েছেন তারা।

অভিবাসন প্রত্যাশীদের বহনকারী ওই নৌকাটি ফ্রান্সের কালাই দ্বীপ থেকে মধ্যরাতে যাত্রা শুরু করে। উদ্ধারের পর তাদের অস্থায়ী একটি ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে।

দক্ষিণ ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের মধ্যকার এ জলরাশি পাড়ি দিয়ে মানবপাচারের ঘটনা নতুন নয়। ধারণক্ষমতার বেশি মানুষ নিয়ে নৌকাবোঝাই করে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টাকালে মানুষজনকে উদ্ধারের খবর আসে। গেল নভেম্বরে চ্যানেলটি পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে অন্তত ২৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।

গত বছর ২৫ হাজার ৭০০ জনের বেশি মানুষ ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশের চেষ্টা করেছে। এর আগের বছরের চেয়ে যা তিনগুণের বেশি।

আরও পড়ুন