ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ১০:৪২:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্ট্যামফোর্ড ব্রিজে ফুটবল নাইট, চেলসির গেস্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু রাত দুইটায়।

ইনজুরির কারণে আপাতত দর্শক হয়েই থাকতে হচ্ছে রাশফোর্ডকে। ম্যানইউ বসের সাইড বেঞ্চ আরো ভারী করে আছেন পল পগবা। মার্শিয়াল, ব্রুনো ফার্নান্দেজরাই ভরসা অ্যাটাকিং জোনে। ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ নম্বরে ম্যানইউ।

পালিসিস লোফতাস শিক সাইড বেঞ্চার, তবে ফিট আছেন চেলসির হয়ে সর্বোচ্চ গোলের মালিক ট্যামি আব্রাহাম। সাথে পেদ্রো, মেসুন মউন্টদের গ্রুপ ওয়ার্ক, সব ঠিখ থাকলে গেস্টদের টাফ টাইম দেবার জন্য তৈরি ব্লুরা।

অন্যদিকে ইতালিয়ান সিরি আ তে এসি মিলানের প্রতিপক্ষ তোরিনো। ঘরের মাঠে অতিথিদের বিপক্ষে স্বাগতিকরা মাঠে নামবে রাত পৌনে দুইটায়।শেষ পাঁচ ম্যাচের বিবেচনায় নামের সাথে যেন যাচ্ছে না স্বাগতিকদের পারফরমন্সে, দুই জয় সমান ড্র আর এক হার। গেলো ম্যাচে য়্যুভেন্তাসের সাথে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি, তবে এই ম্যাচে ঘরের মাঠে জয় যেন প্রত্যাশিতই স্তেফানো পিয়োলির ছেলেদের।

এসমিলানের প্রতিপক্ষ তোরিনোর অবস্থা শেষ পাঁচ ম্যাচে জয়তো দুরের কথা ড্রও নেই একটাতেও। ২৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের ১৪ নম্বরে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১০ এ রয়েছে এসি মিলান।

আরও পড়ুন