খেলাধুলা, অন্যান্য খেলা

ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যার করলেন রাফায়েল নাদাল

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ৫ই আগস্ট ২০২০ ০১:০৯:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন রাফয়েল নাদাল। করোনার বৈশ্বিক মহামারির কারণে এই টুর্নামেন্টে এবার  অংশ নেবেন না বলে জানিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন।

আয়োজক সংস্থা জানিয়েছে চলতি মাসের ৩১ তারিখ থেকে নিউ ইয়র্কে বসতে যাচ্ছে ইউএস ওপেনের এবারের আসর। তবে ২১ বছর পর এবার রাফায়েল নাদাল কিংবা রজার ফেদেরারের একজনকেও পাওয়া যাবে না এই গ্র্যান্ড স্ল্যামে। ডান হাঁটুতে দু'বার অস্ত্রোপচারের কারণে এর মধ্যেই কোর্টের বাইরে ফেদেরার। আর করোনার ঝুঁকিতে থাকায় রাফায়েল নাদালও নিয়ে নিলেন ছুটি। তাই তো এই দুই কিংবদন্তিকে ছাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ইউএস ওপেন।

মঙ্গলবার (৪আগস্ট)নিজের অফিসিয়াল টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজেই জানিয়ে দেন, তিনি অংশ নেবেন না ইউএস ওপেনে। সবার প্রতি শ্রদ্ধা আর ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার টু তারকা।

এদিকে নারী এককের শীর্ষ খেলোয়াড় অ্যাশলি বার্টিও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউএস ওপেন থেকে। তবে খেলবেন গতবারের নারী চ্যাম্পিয়ন বিয়াঙ্কা অ্যান্দ্রিস্কু।

আরও পড়ুন