ইউক্রেন নিয়ে উত্তেজনা

পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে জানুয়ারী ২০২২ ০৮:২২:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন বলেন, ইউক্রেনে রুশ অভিযান চললে সারা বিশ্বের জন্য পরিণতি খারাপ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে সবচেয়ে বড় আক্রমণের ঘটনা, এমনটাও জানান বাইডেন। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাশিয়া হস্তক্ষেপ করলে পূর্ব ইউরোপে ন্যাটোর সেনাদের উপস্থিতি জোরদার করতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই বলেই জানান বাইডেন।

এদিকে, রাশিয়া তেল ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়ার পরিস্থিতি তৈরি হলে ইউরোপে সরবরাহ বাড়াতে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে, চলমান উত্তেজনে নিরসনে মস্কোর সাথে আলোচনা চলবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

এছাড়াও, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার সতর্কতায় সামরিক তৎপরতা বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। যেকোনো হামলা মোকাবিলায় ইউক্রেনে মোতায়েনের জন্য আট হাজারের বেশি কমব্যাট সেনাকে প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, সেনাদের উপর এখনও কোন নির্দেশ জারি করা হয়নি। খুব অল্প সময়ের নোটিশে যেন তাদের মোতায়েন করা যায় সেজন্য প্রতিরক্ষামন্ত্রী তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলেছেন।

এদিকে, অতর্কিত আক্রমণ করে কিয়েভ দখলের ষড়যন্ত্র করছে রাশিয়া বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে রাশিয়ার এধরনের সিদ্ধান্ত ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসবে বলেও মনে করেন তিনি।

এছাড়া, পূর্ব ইউরোপে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে ন্যাটো। অঞ্চলটিতে যুদ্ধ বিমান ও জাহাজ পাঠানোর কথা জানিয়েছে ডেনমার্ক, স্পেন, ফ্রান্সসহ জোটের বেশ কয়েকটি দেশ। সম্ভাব্য হামলার কারণ দেখিয়ে ইউক্রেন ও রাশিয়ায় ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, জাপানসহ বেশ কয়েকটি দেশ। এদিকে, দূতাবাস থেকে বিভিন্ন দেশের কর্মীদের সরিয়ে নেয়ার তীব্র সমালোচনা করেছে ইউক্রেন।

আরও পড়ুন