আন্তর্জাতিক, ইউরোপ

ইউরোপে ১২-১৭ বছর বয়সীদের মডার্নার টিকা প্রয়োগের অনুমতি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে জুলাই ২০২১ ০২:১৩:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপে করোনা সংক্রমণ ঠেকাতে ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মডার্নার টিকা দেয়ার অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি-ইএমএ।

গত মে মাসে কিশোরবয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় ইউরোপের এই ওষুধ সংস্থা।

ইএমএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওষুধ সংস্থার পরামর্শ মেনে ইউরোপিয়ান কমিশন এখন মডার্নার টিকা ব্যবহার বাড়াবে। ইউরোপজুড়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় কিশোরদের হার্ড ইমিউনিটি অর্জনের লক্ষ্য পূরণে টিকা দেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এদিকে আরো ২০ কোটি ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে সাড়ে ছয় কোটি টিকার ডোজ রাখা হবে ১২ বছরে কম বয়সী শিশুদের জন্য।  

আরও পড়ুন