ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশিপে আজ স্পেন-সুইডেন বিগ ম্যাচ

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই জুন ২০২১ ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আজ তিন ম্যাচ। স্পেন-সুইডেন বিগ ম্যাচ রাত ১টায়, ভেন্যু অলিম্পিকো স্টাডিও দো সেভিয়া।

পোল্য্যান্ডের মুখোমুখি হবে স্লোভাকিয়া, ম্যাচ শুরু হবে রাত ১০টায়। স্কটল্যান্ড-চেক রিপাবলিক, ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।

ইউরো চ্যাম্পিয়নশিপের বিগ টিম স্পেন, তিনবারের চ্যাম্পিয়ন লা রোজারা। তবে সবশেষ ইউরো শিরোপাটা জয়ের পরে সময় গড়িয়েছে নয় বছর। এবার চার নম্বর শিরোপায় চোখ রেখে সেভিয়ায় ইউরো মিশন শুরু হচ্ছে একবারের বিশ্ব-চ্যাম্পিয়ন স্পেনের। সব ক্যালকুলেশন আর কৌশল নিয়ে গুড স্টার্টের টার্গেট লুইস এনরিকের ছেলেদের।

স্পেনের তুলনায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সুইডেনের অনেক কম পুরনো  দল। ১৯৯২'তে প্রথমবার ইউরোতে খেলে দ্যা ব্ল এন্ড ইয়েলোরা। প্রথমবারই সেরা চারে খেলেছিল দলটা। সবশেষ ২০০৪'এ কোয়ার্টার ফাইনালের পর ইউরোতে তেমন কোন অর্জন নেই সুইডিশদের। সুইডেন কোচ জেইন অ্যান্ডারসন জানিয়েছেন যেকোন দলের জন্যই স্পেনের মোকাবেলা চ্যালেঞ্জিং। কাজেই  স্পেনের জন্য ৯০ মিনিট আনকমফোর্টেবল করার ট্যাকটিস নিয়ে মাঠে নামবে সুইডেন।

স্পেন-সুইডেন এরআগে মুখোমুখি হয়েছে পনেরবার। স্পেনের সাত জয়ের বিপরীতে তিনবার জিতেছে সুইডেন, তিন ম্যাচ শেষ হয়েছে ড্র'তে। সুইডেনের জালে ২৫টা গোল জড়িয়েছে স্পেন, খেয়েছে ১৬টা।

আরও পড়ুন