খেলাধুলা, ফুটবল

ইউসিএল: ২য় সেমিতে রিয়ালকে হারিয়ে ফাইনালে চেলসি

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ০৮:২৫:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে লস ব্ল্যাঙ্কোদের ২-০ গোলে হারিয়েছে দ্যা ব্লুজ।

২৯ মে ইস্তাম্বুলে অল ইংল্যান্ড ফাইনাল। টমাস টুখেলের দলের প্রতিপক্ষ প্রথম বারের মত চ্যাম্পিয়ন্স লিগের  শিরোপা লড়াইয়ে আসা ম্যানচেস্টার সিটি।

স্ট্যামফোর্ড ব্রিজে  চ্যাম্পিয়ন্স লিগ ফাইট। সেমির সেকেন্ড লেগে চেলসির গেস্ট রিয়াল মাদ্রিদ। ১৩বারের চ্যাম্পিয়নদের সামনে ৮ মৌসুম পর ফাইনালে যাবার লড়াই ব্লুদের।

ঘরের মাঠে ৩-১-৪-২ এর ফরমেশন গেলো আসরের রানার্স আপ পিএসজির সাবেক কোচ টমাস টুখেলের দল চেলসির বিপরিতে ৩-৪-১-২ এ দল সাজিয়ে ময়দানে পাঠালেন লসব্ল্যাঙ্কো বস জিনেদিনে জিদান।

টুখেল টাচে বদলে যাওয়া চেলসির বডি ল্যাঙ্গুয়েজে অনেকটাই উইনিং মুভমেন্ট শুরু থেকেই। থিবো কোর্তোয়ার কল্যানে গোল মুখ অক্ষত থেকেছে ২৮ মিনিট পর্যন্ত। ২৮ মিনিটেই কাউন্টার অ্যাটাক। হার্ভাটজের চিপ বারে লেগে ফিরে এলেও তিমোভেরনারের ফাইনাল টাচে ১-০ গোলে এগিয়ে যায়  চেলসি।

চেলসির ৩২শের বিপরিতে ৬৮ শতাংশ বল পজিশনে রেখেও ডি বক্সে গিয়েই খেই হারিয়েছে বেঞ্জামা, হ্যাজার্ডরা। রক্ষণ সামলে একস্ট্রা প্রেসিংয়ের ফলেই ৮৫ মিনিটে ব্লুদের দুর্দান্ত গ্রুপ ওয়ার্ক, কতে পুলিসিক হয়ে মেসন মাউন্টে দ্বিতীয়বারের মত কেপে উঠলো রিয়ালের জাল।

শেষ বাশিতেও বজায় থাকলো চেলসির ২-০ গোলের লিড। রিয়ালের বিপক্ষে অপারজিত ব্লুরা এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্সলিগের ফাইনালে।

আরও পড়ুন