আন্তর্জাতিক

ইকুয়েডরে জ্বালানি তেলে ভর্তুকি বন্ধের আদেশ বাতিল

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ০১:৪১:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইকুয়েডরে জ্বালানি তেলে ভর্তুকি বন্ধের আদেশ বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো।  

বিরোধীদের সাথে আলোচনার পর, চলমান সহিংস পরিস্থিতির অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। রবিবার রাতের বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়, জ্বালানি তেলের দাম নির্ধারণে শিগগিরই একটি কমিশন গঠন করার।

কর্মকর্তারা আরো জানান, কমিশনে বিরোধী পক্ষের নেতারাও সদস্য হিসেবে থাকবেন। ভবিষ্যতে তেলের চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়।  

প্রায় দু'সপ্তাহ আগে জ্বালানি তেলে ভর্তুকি বন্ধের আদেশ দেন প্রেসিডেন্ট মোরেনো। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। ধীরে ধীরে সেটি সহিংস হয়ে ওঠে। এক পর্যায়ে রাজধানী কিটোতে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

আরও পড়ুন