আন্তর্জাতিক, ইউরোপ, প্রবাস

ইতালির পালমা কাম্পানিয়ায় হাজারো প্রবাসী বাংলাদেশির বসবাস

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ১২ই এপ্রিল ২০২১ ০৮:৩৩:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইতালির ছোট একটি শহর পালমা কাম্পানিয়া। সেখানে বাস করেন হাজারো প্রবাসী বাংলাদেশি। তাদের অনেকেই গার্মেন্টস ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছেন ছোট এই শহরে।

ইতালিসহ বিশ্বের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরি করছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন এসব গার্মেন্টস প্রতিষ্ঠান। বাংলাদেশের গার্মেন্টস খাতের মত সুনাম কুড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের এসব প্রতিষ্ঠানও। 

হাজার বছরের শিল্পসাহিত্য ও সমৃদ্ধ ইতিহাস ইতালির।  দেশটিতে আশির দশকের পর থেকে বসবাস করতে শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত ছোট শহর পালমা কাম্পানিয়া। কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস এই শহরে।  

প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় শ দুয়েক গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে পালমা কাম্পানিয়ায়। বাংলাদেশি কর্মীদের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি কর্মীদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এসব গার্মেন্টস ফ্যাক্টরিতে। 

বছরে কয়েক শ কোটি টাকা লেনদেন হয় প্রবাসী বাংলাদেশীদের এসব গার্মেন্টসগুলোতে।  করোনা মহামারির সংকটকালে সবকিছু বন্ধ থাকলেও ব্যবসা ধরে রেখেছেন প্রবাসীরা।

প্রবাসী বাংলাদেশিদের এসব প্রতিষ্ঠানে ইতালিয়ান বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরি হয়।বিশ্বের বিভিন্ন নামকরা ব্র্যান্ডের পোশাকও তৈরি হয় এসব গার্মেন্টস ফ্যাক্টরিতে।  

এছাড়া বিভিন্ন দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য প্রতিদিন কয়েক লাখ পিপিই তৈরি হচ্ছে প্রবাসীদের এসব প্রতিষ্ঠানে।

বাংলাদেশের গার্মেন্টসে তৈরি বিভিন্ন পণ্যের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিদের এসব প্রতিষ্ঠানও কুড়িয়েছে সুনাম।    

আরও পড়ুন