আন্তর্জাতিক, আমেরিকা

ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৬:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সোলেইমানি হত্যার ৪০ দিনের মাথায় ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ রকেট হামলা চালানো হয়। তবে, এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।

এর আগে, গেল বছরের ২৭শে ডিসেম্বরে ওই একই সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। এতে, এক মার্কিন কন্ট্রাক্টর নিহত হয়। সে সময় ওই হামলার জন্য ইরাকি সামরিক গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহকে দায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্র।

এর কিছুদিন বাদের ইরাকের বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

এদিকে, সোলাইমানি হত্যার ঠিক ৪০ দিনের মাথায় বৃহস্পতিবার রাতে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হলো। ধারণা করা হচ্ছে এ হামলার সঙ্গে সোলাইমানি হত্যার ৪০ দিনের শোকের সময়সীমার একটা সম্পর্ক থাকতে পারে।

আরও পড়ুন