আন্তর্জাতিক, পাকিস্তান, এশিয়া

ইরানের অব্যাহত সমর্থনের প্রশংসা পাকিস্তানের প্রেসিডেন্টের

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে নভেম্বর ২০১৯ ০৮:৫৭:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভি বলেছেন, নানা ইস্যুতে ইসলামাবাদের নীতি-অবস্থানের প্রতি ইরান অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।

এটা প্রশংসনীয়। এ সময় তিনি কাশ্মীরি জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দৃঢ় সমর্থন ও সহযোগিতারও প্রশংসা করেন। গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত মেহদি হুনারদুস্তের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।  

পাক প্রেসিডেন্ট আরও বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। দুই প্রতিবেশী  দেশের জনগণের মধ্যেও সুসম্পর্ক রয়েছে। ধর্ম ও সংস্কৃতির দিক থেকেও দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে।  

এ সময় ইরানের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, দুই দেশই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাকিস্তান হচ্ছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে দীর্ঘ স্থল-সীমান্ত রয়েছে।

আরও পড়ুন