আন্তর্জাতিক

ইরানে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২০ ০৯:১৪:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০৭ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৫ হাজার ২২২ জনে পৌঁছেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৬৩ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৬৯ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৮৮২ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত নয় লাখ ৮৮ হাজার ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা তিন কোটি ২০ লাখের বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে। বিশ্বে সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত ৪৭ লাখ ৫৬ হাজার ১৬৪ জন, দ্বিতীয় অবস্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র ৪৪ লাখ ৩৭ হাজার ৫৭৫ জন এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল ৪০ লাখ ২৩ হাজার ৭৮৯ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আরও পড়ুন