আন্তর্জাতিক, আরব

ইরানে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২০ ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৮৩ জন।

এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৭  জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি রোববার এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৫৯ হাজার ৫৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ২২ হাজার ১৪০ জন।

এদিকে সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত নয় লাখ ৬১ হাজার ব্যক্তি। এছাড়া আক্রান্তের সংখ্যা তিন কোটি ১০ লাখের বেশি।

এই করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আরও পড়ুন