অন্যান্য

ইরানে নতুন তেলের খনির সন্ধান

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১১ই নভেম্বর ২০১৯ ০৩:১১:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন আবিষ্কৃত তেলের খনির আয়তন ২৪০০ বর্গ কিলোমিটার।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে পাঁচ হাজার তিনশ কোটি ব্যারেল তেল সমৃদ্ধ বিশাল একটি তেলের খনির সন্ধান পাওয়া গেছে। রবিবার ইরানের ইয়াজদ শহরে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

খনিটির আয়তন প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার এবং তেলের স্তরের গভীরতা ২৬২ ফুট। রুহানি জানান, এই খনি থেকে মাত্র এক শতাংশ তেল উত্তোলন করলেও তেল বিক্রির লভ্যাংশ প্রায় তিন হাজার দুইশ' কোটি মার্কিন ডলার বাড়বে। ইরানের প্রেসিডেন্ট আরও জানান, নতুন এই খনির এতটাই বিশাল যে বোস্তান থেকে শুরু করে উমিদেহ পর্যন্ত ২৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর অবস্থান।

মার্কিন শত্রুতা সত্ত্বেও আমরা এই খনি আবিষ্কার করতে সক্ষম সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম তেলের মজুত থাকলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে তেল বিক্রির ক্ষেত্রে বেশ প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ইরানকে।

আরও পড়ুন