আন্তর্জাতিক, এশিয়া, আরব

ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৫:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলার কথা রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আরো আগে শুরু হলেও গত ১৩ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন এবং ২০ ফেব্রুয়ারি সকালে সে প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং জনসমর্থন আদায়ের জন্য আট দিন সময় পেয়েছেন। ইরানের নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হয়।

এবারের নির্বাচনে সাত হাজারের বেশি প্রার্থী ২৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজয়ী প্রার্থীকে ভোটের শতকরা অন্তত ২০ ভাগ ভোট পেতে হবে। বিজয়ীরা চার বছরের জন্য আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন।

এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ভোটার। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ২৯ লাখ ৩১ হাজার। ভোটারের ভোট দেয়ার জন্য সারাদেশে মোট ৫৫ হাজার নির্বাচনী কেন্দ্র খোলা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন