আন্তর্জাতিক, পাকিস্তান, এশিয়া

ইরান ও পাকিস্তান সীমান্ত হাট চালু করবে

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ১লা ডিসেম্বর ২০১৯ ০৯:০৭:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান ও ইরান চারটি সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

ইরান সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান রেজা বালুচ গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় জাহেদান শহরে সীমান্ত বাণিজ্য উন্নয়ন বিষয়ক একটি চুক্তি সইয়ের পর তিনি আরও বলেছেন, সীমান্ত হাট চালুর বিষয়ে দুই দেশই কাজ করছে এবং বিভিন্ন আনুষ্ঠানিক কাজ শেষে তা চালু করা হবে।

এছাড়া, ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সংস্থার প্রধান নাদের মিরাশকার বলেছেন, পাকিস্তানি প্রতিনিধিদলের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনা হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশ এবং পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পাকিস্তান হচ্ছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে বিশাল সীমান্ত রয়েছে।

আরও পড়ুন