বাংলাদেশ, রাজধানী, ঢালিউড

ইলিয়াস কাঞ্চনের সমর্থনে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের মানববন্ধন

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে নভেম্বর ২০১৯ ১০:০৯:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে চালানো বিভিন্ন অসম্মানজনক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা।

নতুন সড়ক পরিবহন আইনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকরা 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের পথিকৃৎ ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করাসহ বিভিন্ন ধরনের মানাহানীকর কর্মকাণ্ড চালিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। এসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে।

এছাড়া নতুন সড়ক আইন চালু হওয়ার পরে জনসাধারণকে আইনগুলো সহজে বোঝানোর এবং মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে ইলিয়াস কাঞ্চনের হাতে মাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি সবার ব্যাপক প্রশংসা ও সমর্থন পান।

সোমবার দুপুরে এফডিসি’র সামনে এই মানববন্ধনে অংশ নেয় এফডিসিকেন্দ্রিক সব সংগঠনের সদস্যরা।

অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজকরা এই মানববন্ধনে ইলিয়াস কাঞ্চনের পক্ষে স্লোগান দেন, এবং শ্রমিকদের অন্যায্য আচরণের প্রতিবাদ জানান।

এসময় তারা বলেন, ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে নানা বিষোদ্গার করা হচ্ছে যা কোনভাবেই কাম্য নয়। নতুন সড়ক পরিবহন আইনের বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আরও পড়ুন