ঈদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ছুটি বাতিল
ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটনে কর্মরত সকল পুলিশের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২১শে মে) সকালে, গাজীপুর বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের চেকপোস্টে নিয়মিত তদারকি করার সময় এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন। এসময় তিনি জানান, গাজীপুর মেট্রো পলিটন এলাকার প্রায় ১৪শ’ পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরে শহর থেকে প্রত্যন্ত গ্রামে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শহর থেকে কাউকে গ্রামের প্রবেশ করতে দেয়া হবে না এবং গ্রাম থেকে কাউকে শহরে প্রবেশ করতে দেয়া হবে না।