আন্তর্জাতিক, ধর্ম, আরব, ইসলাম

ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপনে সরকারি ছুটি আছে বেশ কিছু দেশে

kamrul Islam

ডিবিসি নিউজ

বুধবার ২১শে অক্টোবর ২০২০ ০১:৪৬:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদ-এ-মিলাদুন্নবী মুসলমানদের কাছে খুবেই মর্যদাসম্পন্ন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিনটি সারাবিশ্বের মুসলিম দেশগুলোতে পালিত হয়। সারারাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে স্মরণ করেন মহান আল্লাহকে। ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরব আমিরাতের তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) আরবি তিনটি শব্দের নিয়ে গঠিত। ঈদ, মিলাদ ও নবী। আভিধানিক অর্থে ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ বার্তাবাহক। পারিভাষিক অর্থে মহানবী (সা.)-এর দুনিয়ায় আবির্ভাবের আনন্দকে ঈদে মিলাদুন্নবী (সা.) বলা হয়।  ঈদে মিলাদুন্নবী ঘিরে বাংলাদেশেও ইবাদত বন্দেগীর রেওয়াজ রয়েছে। পৃথিবীর অনেক দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সরকারী ছুটির প্রথা চালু আছে। কর্মজীবীরা যেন রাতজুড়ে ইবাদত করতে পারে সে জন্যে দেয়া হয় কর্মবিরতি। বাংলাদেশসহ ১২টি দেশে ১২ রবিউল আউয়াল সরকারিভাবে ছুটি পালিত হয়।

১২ রবিউল আউয়াল সরকারিভাবে ছুটি পালিত হয় বাংলাদেশ, ইরাক, আলজেরিয়া, মরক্কো, সিরিয়া, লিবিয়া, জর্ডান, তিউনিসিয়া , সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন।

এবছর ঈদ-এ-মিলাদুন্নবী ৩০ অক্টোবর উদযাপিত হবে। এই উপলক্ষ্যে আরব আমিরাতের এক দিনের সরকারি ছুটি ঘোষণা  ঘোষণা করেছে আরব আমিরাতের ফেডারাল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস। আর সপ্তাহের শেষ হওয়া মুসলিমরা ২৯ অক্টোবর থেকেে ১ নভেম্বর পর্যন্ত তিন দিন সরকারী ছুটি পাচ্ছে। 

আরও পড়ুন