আন্তর্জাতিক

উইচ্যাট ও টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আবু বকর

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুন ২০২১ ০২:০৪:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার এক নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করেন বাইডেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এসময় বাইডেন বাণিজ্য দপ্তরকে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দেন। এসময় নির্বাহী আদেশ দিয়ে ট্রাম্পের আরো কয়েকটি আদেশ বাতিল করেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে মুখপাত্র মি. গাও ফেঙ জানান যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, প্রেসিডেন্ট থাকার সময় নিরাপত্তার অজুহাতে টিকটক এবং উইচ্যাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন