ধর্ম, জেলার সংবাদ, বিশেষ প্রতিবেদন

উকিলপাড়ায় নতুন নিয়মে ঈদ জামাত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই মে ২০২১ ১২:৫৯:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্যদের মতো নির্ধারিত সময় নয়। ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে ফজরের নামাজ আদায়ের পরপরই।

ফজরের নামাজ আদায়ের পরপরই বেলা ওঠার সাথে সাথেই নামাজ আদায়ের এই নিয়ম চালু হয়েছে নারায়ণগঞ্জের উকিলপাড়া জামে মসজিদে। ইমাম জানিয়েছেন, ভোরে সূর্যদয়ের পরপরই ঈদের নামাজ আদায় করা সুন্নত। এতে সুবিধার কথা বলছেন মুসল্লিরাও।

রাত পোহাবার আগেই নারায়ণগঞ্জের উকিলপাড়া জামে মসজিদে দলে দলে আসছেন মুসল্লি। সবার উদ্দেশ্য ফজরের নামাজ ও ঈদের জামাত। এই মসজিদে ফজরের নামাজ আদায়ের কিছুক্ষণের মধ্যেই, সূর্যোদয়ের পরপরই শুরু হয় ঈদের জামাত। ফজরের নামাজের পরপর ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।

২০১৫ সাল থেকে ফজরের নামাজের পরই ঈদের নামাজের প্রচলন শুরু করেন নারায়ণগঞ্জের উকিল পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা এহতেশামুল হক। তিনি জানান, এতে করে ফজরের নামাজ আদায়কারীর সংখ্যাও বেড়েছে অনেক।

তাদের দেখে নারায়ণগঞ্জের আরও কয়েকটি মসজিদে ফজরের নামাজের পরপরই অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত।

আরও পড়ুন