আন্তর্জাতিক, এশিয়া

উ.কোরিয়ায় করোনা মোকাবিলায় সেনা মোতায়েন

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ০২:০০:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মোকাবিলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

দেশটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্তের খবর নিশ্চিত করার পরেই দেশব্যাপী লকডাউন ঘোষণার কয়েক দিন পর এমন ঘোষণা আসল। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এরইমধ্যে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে, রবিবার এক জরুরি বৈঠকে কিম জং উন তার মন্ত্রিসভা ও জনস্বাস্থ্য খাতকে দায়িত্বহীন আখ্যা দিয়ে তাদের কাজের ধরন ও কৌশলের সমালোচনা করেছেন।

এসময় কিম আরও বলেন, সরকার জাতীয়ভাবে মজুদকৃত ওষুধ বিতরণের নির্দেশ দেওয়া সত্ত্বেও ফার্মেসিগুলো সময়মত ও সঠিকভাবে রাজ্যের জনগণের কাছে সেগুলো পৌঁছাতে পারছেনা।

এছাড়াও, কিম পিয়ংইয়ং শহরে শিগগির ওষুধ সরবরাহ স্থিতিশীল করার জন্য সেনাবাহিনীর একটি শক্তিশালী দল মোতায়েন করার নির্দেশ দেন। এছাড়াও ওষুধ সরবরাহ ও বিক্রয় সম্পর্কে জানতে পিয়ংইয়ংয়ের তাইডং নদীর কাছে অবস্থিত ফার্মেসি পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন