বিনোদন, ঢালিউড

একদিন পর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে জানুয়ারী ২০২২ ০৮:৫৪:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর মাত্র একদিন পর শিল্পী সমিতির নির্বাচন। আজই শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা। তাই শেষ সময়ের প্রচারণায় দুই প্যানেলের প্রার্থীরাই কাটাচ্ছেন ব্যস্ত সময়।

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নানা নাটকীয়তা শেষে দুই পক্ষই বলছে, সম্প্রীতি ও সৌহার্দ্যের কথা।

দুই প্যানেলের পক্ষ থেকেই বলা হচ্ছে- ফলাফল যাই হোক। শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করবেন সবাই মিলেই।

চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির নির্বাচন হবে বাগানের মধ্যে। সেই বাগানে একেকটি ফুল হলো আমাদের সদস্যবৃন্দ। তারা যাদের ভালো মনে করবে তাদেরকেই ভোট দেবে।

চলচ্চিত্র শিল্পী ডিএ তায়েব বলেন, ফলাফল যদি আমাদের বিপক্ষেও যায় তারপরও আমরা মেনে নিয়ে বিজয়ীদের সঙ্গে কাজ করব। কে জিতলাম বা কে হারলাম সেটা বড় কথা নয়, আমাদের মূল লক্ষ্য এফডিসির উন্নয়ন, চলচ্চিত্রের উন্নয়ন এবং শিল্পীদের উন্নয়ন।

জয়ের ব্যাপারে দুই প্যানেলের প্রার্থীরাই আত্মবিশ্বাসী। চিত্রনায়িকা অরুনা বিশ্বাস বলেন, সবাই সুস্থ্যভাবে ভোট দিক এটাই চাওয়া। নির্বাচনের ফলাফল যার পক্ষেই যাক, আমাদের সম্পর্ক একই রকম থাকবে।

নির্বাচন উপলক্ষ্যে বহুদিন পর এফডিসিতে আসেন সোনালী যুগের তারকারা। শিল্পী-কলাকুশলীদের পদচারণায় মুখরিত এফডিসিতে এসে পাচ্ছেন হারানো দিনের আমেজ। চিত্রনায়িকা রোজিনা বলেন, এখানে উৎসবের আমেজ। অনেক ভালো লাগছে। আমরা যখন কাজ করেছি সেসময়ের সবাই এসেছে। আমাদের শিল্পীরা ভালো কাজ উপহার দিবে।

প্রতিদ্বন্দ্বিতা আর জয়-পরাজয়ের সমীকরণের পাশাপাশি শিল্পী সমিতির নির্বাচন পরিণত হয়েছে শিল্পীদের মিলনমেলায়।

আরও পড়ুন