বাংলাদেশ, জাতীয়, রাজধানী, ডেঙ্গু

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযানের তৃতীয় দিন

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা নভেম্বর ২০২০ ১২:৪১:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিরুনী অভিযানের তৃতীয় দিনে ২০ নাম্বার ওয়ার্ডের অর্ধশত ভবনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে মহাখালী এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকির নের্তৃত্বে কয়েকটি ভবনে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়।  

এসময় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, জমা পানি পাওয়ায় আরো কয়েক ভবন মালিককে সতর্ক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

অভিযান শেষে তিনি জানান, গেল বছরগুলোর তুলনায় এবার মানুষ বেশি সচেতন হয়েছে। তবে নামী কয়েকটি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়ায় তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  এছাড়াও, লার্ভা নিধনে ডিএনসিসির আরো দশটি জোনে একযোগে অভিযান পরিচালিত হয়েছে।

আরও পড়ুন