অর্থনীতি, শিক্ষা

এনইউবি'র শিক্ষার্থীদের ঋণ দেবে ব্যাংক এশিয়া

আবু বকর

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ০৯:৩১:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মত স্টুডেন্ট সাপোর্ট লোন চালু করলো নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনইউবি)।

এখন থেকে উচ্চশিক্ষার ব্যয় মেটাতে ব্যাংক এশিয়া থেকে দীর্ঘ মেয়াদী ঋণ নিতে পারবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ব্যাংক এশিয়ার মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়।

এসময় নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জানান, মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী অর্থের অভাবে মাঝ পথে উচ্চশিক্ষা থেকে ঝড়ে পড়ে। তাদের উচ্চশিক্ষা সফল ভাবে শেষ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ চুক্তির আওতায় বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষা ব্যয় মেটাতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে প্রবেশের পর দীর্ঘ মেয়াদী এ ঋণ পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যতিক্রমী এ উদ্যোগের মধ্যেম আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে চায় ব্যাংক এশিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ব্যাংক এশিয়ার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন