অপরাধ, রাজধানী, আইন ও কানুন

এফআর টাওয়ার মামলায় ৩ আসামির জামিন স্থগিত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৭:৫৩:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এফআর টাওয়ার দুর্নীতি মামলার তিন আসামিকে দেয়া জামিন স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে, ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্ট থেকে।

মঙ্গলবার সকালে, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এর দ্বৈত বেঞ্চ দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জামিন স্থগিত করে রুল ও আত্মসমর্পণের নির্দেশ দেন।

গত ২৮শে মার্চ, এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এরপর, ভবনটি নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুদক। এ ঘটনায় গত ২৫শে জুন নকশা জালিয়াতির অভিযোগে এফআর টাওয়ারের মালিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

পরে, ভবনটির অন্যতম মালিক তাসবিরুলসহ এফ আর টাওয়ারের ইজারা গ্রহিতা সৈয়দ হোসাইন ইমাম ফারুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন ইমারত পরিদর্শক ও প্রাক্তন উপপরিচালক মুহাম্মদ শওকত আলী এর মহানগর দায়রা জজ আদালতের জামিন বাতিল করেন হাইকোর্ট এবং এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

আরও পড়ুন