খেলাধুলা, ফুটবল

এবারো সেমি থেকেই বাংলাদেশের বিদায়

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০১:৪০:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বুরুন্ডির কাছে হেরে বিদায় বাংলাদেশের।

এবার বুরুন্ডি বাধায় সবশেষ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে গেলবারের মতোই ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিলো জামাল ভুইয়ার দল। আর সহজ জয়ে ফাইনালে বুরুন্ডি।

সমর্থকদের উন্মাদনার সঙ্গী ব্রাজিল গ্রেট জুলিও সিজারের উপস্থিতি। এসবে আবারো রঙ্গীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের আঙ্গিনা। তবে ছিলো না লাল-সবুজ দলটার সেরা পারফরমেন্স আর আগের মতোই জামালদের লাকটা যেন সোনার হরিন। 

তাইতো প্রথমার্ধ শেষ হয়, জাল কাপানোর সুযোগ পেয়েও কাজে আসে না স্বাগতিকদের। উল্টো স্বস্তি নিয়ে বিরতিতে যায় বুরুন্ডি। 

দ্বিতীয়ার্ধেও ঐ একই গল্প। বাংলাদেশের আক্রমন কখনও গোলকিপার আরো কখনো ডি বক্সের বাধায় কাটা পড়ে। আর বরুন্ডি এক থেকে দুই দুই থেকে ব্যবধান বাড়ায় তিনে। বুরুন্ডির নায়ক জসপিনের হ্যাটট্রিকটা পুর্ন হয় ৭৯ মিনিটে। বুরুন্ডির কাউন্টার অ্যাটাকে ম্যাচের স্কোর লাইন আপ ৩-০তে। 

এরপরো ব্যবধান কমানোর সুযোগ এসেছে ঠিকই। তবে জালের ঠিকানা খুঁজেই পায়নি বাংলাদেশের আক্রমন ভাগ। এতে সেমিতে হতাশার হারে বাংলাদেশের বিদায়। আর ফাইনালে প্যালাস্টাইনের প্রতিপক্ষ হয়েছে বুরুন্ডি।  

আরও পড়ুন