বিনোদন, টেলিভিশন

এবার কাজী নজরুল ইসলামের চরিত্রে মোশাররফ করিম

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০১৯ ০৩:১৭:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৈয়দ শামসুল হকের জনপ্রিয় 'নীল দংশন' উপন্যাসটির গল্প এবার দেখা যাবে টিভি পর্দায়। একই শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। আর নাট্যরূপ দিয়েছেন মনি হায়দার। রাজধানীর তিনশ ফিট এলাকায় নাটকটির শুটিং হয়েছে।

নাটকের গল্পে দেখা যাবে, পাকিস্তানিরা একজন বাঙালীকে ধরে নিয়ে যায়, যার নাম কাজী নজরুল ইসলাম। ওরা ধরেই নেয় এই লোক কবি কাজী নজরুল ইসলাম। লোকটি অনেকবার বোঝানোর চেষ্টা করে সে কবি কাজী নজরুল ইসলাম নয়।

আরও দেখা যায়, পাকিস্তানিরা কোনভাবেই বিশ্বাস করতে চায় না সেটা। পাকিস্তানের পক্ষে কবিতা লিখে দেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকে তারা। কিন্তু সে নজরুলের মতো কবিতা লিখতে পারে না। বাচার জন্য কাজী নজরুল মিথ্যা বলছে ভেবে তার ওপর অত্যাচার করতে থাকে পাকিস্তানিরা।

আর এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এছাড়া আরও অভিনয় করেছেন মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম, রওনক হাসান, হাসান ত্যাইয়াব ইমাম ও একঝাঁক থিয়েটার কর্মী।

সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধের উপন্যাস থেকে নাটক নির্মাণ করার কারণ তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো।

আরও পড়ুন