বাংলাদেশ, বিনোদন, সংস্কৃতি

এবার কিশোরগঞ্জের হাওড়ে 'ইত্যাদি'

মিথুন বিশ্বাস

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৯:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনপ্রিয় অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে হাওড়ে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে।

তিন দশক পেরিয়ে চার দশকে পদার্পণ করেছে ‘ইত্যাদি’। এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে কিশোরগঞ্জ হাওরের মিঠামইনের হামিদ পল্লীতে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সংগতি রেখে সাজানো হয়েছে এবারের মঞ্চ। 

রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত এই হাওরের হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়। এবারের পর্বের মুল আকর্ষণ হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয়েছিল নান্দনিক মঞ্চ।

এ উপলক্ষে ভাটির দেশে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নৌকা-ট্রলারে করে হাজার হাজার মানুষ আসতে থাকে। বিকেলের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ হাওরের পারে দাঁড়িয়ে, নৌকা ও ট্রলারের ছাউনিতে বসে অনুষ্ঠানটির ধারণ উপভোগ করেন। 

পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে  একযোগে প্রচারিত হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আরও পড়ুন