বাংলাদেশ, রাজনীতি, অপরাধ, আইন ও কানুন

এমপি শামসুল ও শাওনের সম্পদের খোঁজে দুদক

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৬:০৬:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হুইপ শামসুল হক চৌধুরী ও এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।  দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম এই অনুসন্ধান করছেন।

দুদকের কাছে অভিযোগ রয়েছে, চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে কয়েক বছরে বিপুল অবৈধ অর্থ উপার্জন করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। অবৈধ উপায়ে অর্জিত অর্থ তার বৈধ আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়।  

এছাড়া, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। এদিকে, ভোলা-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্যে নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।  

দুদকের কাছে তথ্য রয়েছে, এই সংসদ সদস্যের নামে বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন সরকারদলীয় এই দুই সংসদ সদস্য।

আরও পড়ুন