আন্তর্জাতিক, ইউরোপ

এরদোয়ানকে ‘ষাঁড়’ বলায় কারাগারে নারী সাংবাদিক

Faruque

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে জানুয়ারী ২০২২ ০৫:২২:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় দেশটির সুপরিচিত এক সাংবাদিককে আটক করেছে পুলিশ।

আটককৃত নারী সাংবাদিকের নাম সেদাফ কাবাস। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শনিবার রাত ২টার দিকে সাংবাদিক কাবাসকে তার বাস থেকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তাকে আদালতে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রেসিডেন্টকে অপমান করায় তুরস্কের আইনে ১ থেকে ৪ বছরের জেল হতে পারে তার।

সম্প্রতি টেলিভিশন এবং টুইটারে প্রেসিডেন্ট এরদোয়ানকে কটাক্ষ করে মন্তব্য করেন সাংবাদিক কাবাস। তিনি বলেন, মুকুট মাথা বুদ্ধিমান হয়, কিন্তু আমরা দেখছি তা সত্য নয়।

সাংবাদিক কাবাস আরও বলেন, ষাঁড় রাজ প্রাসাদে ঢুকলে সে রাজা হয়ে যায় না। ওই প্রাসাদ গোয়াল ঘরে পরিণত হয়।

তার এমন মন্তব্যে ক্ষেপেছে এরদোয়ান প্রশাসন। এ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র এবং দেশটির যোগাযোগ দফতরের প্রধান ফাহরেতিন আলতুন বলেছেন, প্রেসিডেন্ট কার্যালয়ের সম্মান আমাদের দেশের সম্মান। আমাদের প্রেসিডেন্ট এবং তার কার্যালয়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের কঠোর নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন