আন্তর্জাতিক, ইউরোপ

এস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইইউ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে এপ্রিল ২০২১ ০৩:৫৫:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার টিকা সরবরাহ বন্ধ করায় এস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয় ইউনিয়ন-ইইউ।

ঘাটতির কথা জানিয়ে এস্ট্রাজেনেকা ইইউকে কোভিড-১৯ টিকা সরবরাহ বন্ধ করায় ইউরোপীয় কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। রয়টার্স জানায়।

ইইউ ভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে দেরি করায় এবং একের পর এক চালান বাতিল করেছে কোম্পানিটি। এ প্রেক্ষিতে ইইউ এর এই পদক্ষেপটি এস্ট্রাজেনেকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আরও পরিস্কার করে জানান দিলো।

এর আগে গত বৃহস্পতিবর প্রথমবার মামলার বিষয়ে কথা বলেন ইইউ কর্মকর্তা।

আরও পড়ুন