খেলাধুলা, তারুণ্য, ফুটবল

ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বৃহস্পতিবার

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ১১:০৫:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ আর একদিন বাদেই। শেষ সময়ের প্রস্তুতি সারছে জাতীয় ফুটবল দল। নিজেদের প্রস্তুতিতে আশাবাদী দলের খেলোয়াড়রা।

মঙ্গলবার সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সের ট্রেনিং মাঠে প্রস্তুতি নেয় লাল-সবুজ প্রতিনিধিরা।

দুই দেশের আবহাওয়ায় বড় ব্যবধান নেই, তাই বুধবারের ম্যাচে কন্ডিশন বাধা হবে না বলে মনে করছেন ভারতের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দিয়ে তারকা হয়ে ওঠা স্ট্রাইকার সাদ উদ্দিন।

"আমাদের আগে আসার কারণ আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করা।  দলের সবাই ফিট আছে, ভালো অবস্থায় আছে।  আশা করি আগের ম্যাচের মতো একটা ভালো ফল পাবো।"

ওমানের বিশ্বকাপ বাছাই ম্যাচ দেখে প্রতিপক্ষ নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। জেমি ডের পাঠশালার বড় অংশ জুড়ে থাকছে প্রতিপক্ষের শক্তি সামর্থ্যও।

বাহরাইনে এএফসি বাছাইপর্ব শেষে যোগ দিয়েছেন ইয়াসিন আরাফাত।  দলে কোনো ইনজুরি সমস্যা নেই।

এদিকে ফুটবলারদের সমর্থন দিতে প্রবাসী বাংলাদেশিদের মাঠে আসার আহ্বান জানাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, "এখানকার বাঙালিরা যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছে, আমাদের মনে হচ্ছে তারা মাঠে আসলে এটা আমাদের মাঠুর মতোই হয়ে যাবে। তারপরও বলব, ফুটবল খেলা মাঠের খেলা। এমান শক্তির বিচারে আমাদের থেকে এগিয়ে থাকলেও মাঠের লড়াইটা সমানে সমানে হবে বলে আমরা আশা করছি।"

গ্রুপ পর্বে কাতার আর আাফগানিস্তানের কাছে হারলেও ভারতের সাথে ড্র করেছে বাংলাদেশ।

আরও পড়ুন