আন্তর্জাতিক, আমেরিকা

'ওমিক্রনই করোনার শেষ ভ্যারিয়েন্ট নয়': বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Faruque

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে জানুয়ারী ২০২২ ০৮:৫৩:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমিক্রন করোনার শেষ উদ্বেগজনক ভ্যারিয়েন্ট নয়, সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসি ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ একথা বলেন।

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়লেও দেশে দেশে মৃতের সংখ্যা কমতে থাকে।  এসময় করোনার সবচেয়ে খারাপ সময় কেটে গেছে বলে ভেবে নেয় দেশগুলো।  তাদের এ মানসিকতার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন মারিয়া।  ইমিউনিটির হার বেশি যেসব দেশে, তারা করোনার সবশেষ ঢেউ থেকে বের হওয়ার পর্যায়ে রয়েছে।  তবে এখনও ৩শ কোটি মানুষ টিকার প্রথম ডোজের অপেক্ষায়।  তারা এখনও ঝুকিতে রয়ে গেছেন।  যেকারণে ওমিক্রনের মধ্য দিয়ে করোনা মহামারির অবসান হচ্ছে না বলে মনে করছেন মারিয়া।  এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সতর্কতার মধ্যেই যুক্তরাজ্য, ভারত, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, চীন ও সিঙ্গাপুরে ওমিক্রনের বি-টু সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।   

আরও পড়ুন