জেলার সংবাদ, ভ্রমণ

কক্সবাজারে পর্যটকদের ঢল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৭ই ডিসেম্বর ২০২১ ০৮:৪২:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিজয় দিবসের টানা তিনদিনের ছুটিতে পর্যটন কেন্দ্র কক্সবাজারে দেড় লাখেরও বেশি পর্যটকের সমাগম হয়েছে। এতে দারুন খুশি হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পর্যটকদের বাঁধভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাস যেন একাকারে রূপ নিয়েছে। 

বিজয় দিবসের ছুটিতে বিস্তৃর্ণ সৈকতের অপার সৌন্দর্য্য উপভোগ করছেন দর্শনার্থীরা। কেউ কেউ মেতে উঠেছেন সাগরে লোনাজলে গা ভাসানোয়, কেউবা সৈকতে ঘোড়ায় চড়ছেন। কেউ আবার পর্যটক ছাতায় (কিটকট)-এ বসে, হিমেল বাতাসের পরশ অনুভবে।  

বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটায় কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেলগুলোর রুম শতভাগ বুকিং হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ পর্যটক আসায় করোনাকালীন ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খুশি হলেও আরো পর্যটক আসলে ভোগান্তির সৃষ্টি হবে জানিয়ে ভ্রমণ ইচ্ছুকদের খোঁজ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা।

হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সদস্য আব্দুর রহমান বলেন, কক্সবাজারে ধারণ ক্ষমতার চেয়েও কয়েকগুন বেশি পর্যটক চলে এসেছেন। আমি পর্যটকদের অনুরোধ করবো আসার আগে এখন যেহেতু অনলাইনের যুগ হোটেল-মোটেল বুকিং দিয়েই যাতে তারা কক্সবাজার আসে।

এদিকে, সবগুলো পর্যটন কেন্দ্রে পর্যটক হয়রানি রোধসহ নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

কক্সবাজার সী-সেইফ লাইফগার্ডের টিম লিডার কামাল হোসেন বলেন, আমরা যতটুকু সম্ভব পর্যটকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। তবে আমরা তাদেরকে সতর্ক হওয়ার জন্য যে বার্তাগুলো দিচ্ছি তারা সেগুলো মানছে না।

ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক পিন্টু কুমার রায় বলেন, আমাদের কিছু সদস্য সাদা পোষাকে কাজ করে যাচ্ছে যাতে করে পর্যটকদের কেউ কোন সমস্যা করতে না পারে। আমরা সার্বক্ষনিকভাবে সবদিকে দৃষ্টি রাখছি যাতে করে পর্যটকদের কোন ধরনের সমস্যা না হয়।

শুধু সমুদ্র সৈকত নয়, টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনায় মেতে উঠেছে হিমছড়ি, ইনানী সৈকত, প্রবালদ্বীপ সেন্টমার্টিন, রামুর বৌদ্ধ মন্দির, মহেশখালীর আদিনাথ মন্দির, ডুলাহাজারা সাফারি পার্কসহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। বিজয় দিবসকে ঘিরে কক্সবাজারে অন্তত ৭ লাখেরও বেশি পর্যটক সমাগম ঘটবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের।

আরও পড়ুন