আন্তর্জাতিক, অন্যান্য

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২২শে ফেব্রুয়ারি ২০২১ ০৮:০৭:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের গাড়ি বহরে হামলায় ইতালির রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিওসহ তিনজন নিহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে রাষ্ট্রদূত হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

পূর্বাঞ্চলের আঞ্চলিক রাজধানী গোমার নিকট স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে ১০টা অজ্ঞাত হামলাকারীরা অপহরণের উদ্দেশ্যে ওই হামলা করে। তবে কোনও গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষে একটি বহরে ভ্রমণ করছিলেন।

এ সময় তাদের গাড়ি বহরে হামলা হয়। রাষ্ট্রদূত অ্যাটানসিও ২০১৭ সালে কঙ্গোতে ইতালির মিশন প্রধান ছিলেন। ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত করা হয়।

আরও পড়ুন