বাংলাদেশ, অর্থনীতি

কঠোর বিধিনিষেধেও ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচক ছিল উর্ধমুখী

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই এপ্রিল ২০২১ ১০:৪৯:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কঠোর বিধিনিষেধের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকই উর্ধমুখী ছিল। বেড়েছে বেশির ভাগ শেয়ারের দামও। লেনদেনও হয়েছে আগের চেয়ে বেশি টাকার।

আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। আগের সবশেষ কার্য দিবস মঙ্গলবার যা ছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তীত ছিল ৪৯টি শেয়ারের দাম। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৩১০ দশমিক ১৮ পয়েন্টে।

গত বছর করোনার শুরুতে শেয়ার বাজার বন্ধ থাকলেও এবার খোলা ছিল। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আগেই জানিয়েছিল ব্যাংক খোলা থাকলে শেয়ার বাজার ও খোলা থাকবে।

বিধি নিষেধ থাকায় বেশির ভাগ বিণিয়োগকারিকে ফোনে এবং অনলাইনে শেয়ার কেনা-বেচার আদেশ দিয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন ব্রোকার হাউজের কর্মকর্তারা।

আরও পড়ুন