বিনোদন, হলিউড

'কনসার্ট ফর বাংলাদেশ' এর সহ-প্রযোজক আর নেই

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই জানুয়ারী ২০২১ ০৭:২৫:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' এর সহ-প্রযোজক ফিল স্পেক্টর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্থানীয় সময় রবিবার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় তার বয়স হয়েছিল ৮১ বছর।

ফিল স্পেক্টর পপ সংগীতের 'ওয়াল অব সাউন্ড' রেকর্ডিং ধারার প্রবর্তন করেন। কনসার্ট অর বাংলাদেশ এলবাম সহ-প্রযোজনার জন্য ১৯৭৩ সালে গ্র্যামি পুরস্কার পান ফিল স্পেক্টর।

এছাড়া ৬০ এর দশকে অসংখ্য হিট গানের প্রযোজনা করেন তিনি। রোলিং স্টোন ম্যাগাজিনের ইতিহাসের সেরা শিল্পীদের তালিকাতেও স্থান দেয়া হয় তাকে।

২০০৩ সালে লানা জিন ক্লার্কসন নামে এক হলিউড অভিনেত্রীকে হত্যার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ার পর ২০০৯ সালে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয় আদালত।

আরও পড়ুন