জাতীয়, স্বাস্থ্য

করোনাভাইরাস ধ্বংসে নাকের স্প্রে উদ্ভাবনের দাবি বিআরআইসিএমের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই জানুয়ারী ২০২১ ০১:১৪:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম নেইজল স্প্রে তৈরির দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল মেজারমেন্টস- বিআরআইসিএম। ওষুধটি নাক ও মুখে ব্যবহার করতে হয়। নাম রাখা হয়েছে ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’।

ঢাকা মেডিক্যালে দুইশো কোভিড রোগীর ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই স্প্রে নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠানটি।

বিআরআইসিএম আরো জানিয়েছে, তাদের উদ্ভাবিত স্প্রে প্রয়োগে ভাইরাসের সংখ্যা কমে মৃত্যু ঝুঁকি হ্রাস পেয়েছে। পাশাপাশি সামাজিক সংক্রমণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে স্প্রেটি। প্রাথমিক সাফল্যের পরে জাতীয়ভাবে স্প্রেটি ব্যবহারে অনুমোদনের জন্য আবেদন করতে যাচ্ছে বিআরআইসিএম।

‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’র পেটেন্টের জন্য এরইমধ্যে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছে বিআরআইসিএম। আন্তর্জাতিক পেটেন্টের জন্যও আবেদনের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন