এশিয়া

করোনাভাইরাস: বিক্রি না হওয়ায় বিনামূল্যে ফুল বিলিয়ে দিচ্ছেন বিক্রেতা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৮:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস আতঙ্ক সবখানে। তাই চীনে বিশেষ দিনগুলোর সব আয়োজন পিছিয়ে দিয়েছেন বেশিরভাগ মানুষ।

থরে থরে সাজানো নানা বর্ণের ফুল, তবে কেনার নেই কেউ। করোনাভাইরাস নয়, নিজের দোকানের হাজার হাজার ডলার মূল্যের অবিক্রিত ফুলই এখন সাংহাই এর ফুলবিক্রেতা ওয়্যাং হাইয়ানের উদ্বেগের কারণ।

করোনাভাইরাসে চীনে যেখানে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে সেখানে বিয়ে, জন্মদিনের মত বিশেষ দিনগুলোও উদযাপন স্থগিত হয়ে গেছে।

চান্দ্র নববর্ষ ও ভালেঅবাসা দিবসকে সামনে রেখে ফুল বিক্রি জমে উঠলেও এবার নেই কোন ক্রেতা। অবিক্রিত ফুলগুলো তাই টাটকা থাকতেই পথচারীদের বিনামূল্যে বিলিয়ে দিচ্ছেন ফুলবিক্রেতা ওয়্যাং হাইয়ান। তিনি বলেন, 'এরই মধ্যে ১০ থেকে বিশ হাজার ইউয়ান ক্ষতি হয়েছে। কর্মীদের বলেছি, তোড়া সাজিয়ে দোকানের বাইরে রাখতে যেন পথচারীরা তাদের পছন্দমত ফুল নিতে পারেন। ফুলগুলো যেন নষ্ট না হয় সেটাই চাওয়া।'

শুধু ওয়্যাং হাইয়ানই নয়, চীনে তার মত আরও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বেচাকেনা বেশিদিন বন্ধ থাকলে খুব শিগগিরই ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে বলে আশঙ্কা তাদের।

আরও পড়ুন