জেলার সংবাদ, কৃষি

করোনার প্রভাবে বিপাকে দুগ্ধ খামারিরা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা এপ্রিল ২০২০ ০২:৩৭:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশজুড়ে করোনা মোকাবিলায় সাধারণ ছুটিতে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের পাঁচ শতাধিক দুগ্ধ খামারিরা।

৫০ টাকা লিটারের দুধের বাজার নেমে এসেছে ১০ টাকা থেকে ২০ টাকায়। তারপরও বিক্রি না হওয়ায় গরুর খাবার জোগান এবং ঋণের বোঝা নিয়ে দুঃশ্চিন্তায় তারা।

পঞ্চগড়ের পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ও মাঝারি মিলিয়ে গড়ে উঠেছে প্রায় পাঁচ শতাধিক দুগ্ধ খামার। এসব খামার থেকে প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ হাজার লিটার দুধ সংগ্রহ করতো মিল্কভিটা। কিন্তু করোনা পরিস্থিতিতে ২৬শে মার্চ থেকে দুধ কেনা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

সংরক্ষণের সুযোগ না থাকায় ১০ টাকা লিটারেও স্থানীয়ভাবে বিক্রি করা যাচ্ছে না দুধ। এমন পরিস্থিতিতে ব্যাপক লোকসানের মুখে খামারিরা।

মিল্কভিটা কর্তৃপক্ষের সাথে কথা বলে শিগগিরই খামারিদের এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি।

পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, মিল্কভিটার স্থানিয় কর্মকর্তার সাথে তার কথা হয়েছ দুই এক দিনের মধ্যে তারা অল্প পরিমানে দুধ সংগ্রহ শুরু করবে।

 

আরও পড়ুন