বিনোদন, ঢালিউড, বিশেষ প্রতিবেদন

করোনার সাথে লড়ছেন অনেক সংস্কৃতি কর্মী, মারা গেছেন অনেকে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই এপ্রিল ২০২১ ০৮:৫৭:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনায় একে একে আক্রান্ত হচ্ছেন দেশের তারকা শিল্পীরা। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে কবরী, মিতা হক, ইন্দ্রমোহন রাজবংশীর মত সংস্কৃতিজনেরা মৃত্যুবরণ করেছেন। এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন অনেক শিল্পী। তবে কেউ কেউ সুস্থ হয়ে ঘরেও ফিরেছেন।

গত ৪ঠা মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ‘মিয়া ভাই’ খ্যাত  অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন। গত ৮ই এপ্রিল তার করোনা শনাক্ত হয়। সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী ফুসফুসের প্রায় ৫০ শতাংশ সংক্রমিত। ১২ই এপ্রিল দুপুরে তাকে ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। 

৫ই এপ্রিল ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন নাট্যজন এস এম মহসিন। পরিস্থিতির আরও অবনতি হলে ৭ ই এপ্রিল রাতে ঢাকার বারডেম হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এসএম মহসিনের ফুসফুসে ধরা পড়েছে ৭০ ভাগ সংক্রমণ ।  

৭ই এপ্রিল করোনা আক্রান্ত হন নির্মাতা গাজী রাকায়েত। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি হওয়ায় বর্তমানে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। 

আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী তপন চৌধুরীও। ৯ই এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর , বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। 
 
এছাড়াও প্রযোজক জাহাঙ্গীর শিকদার, পরিচালক চয়নিকা চৌধুরী, রাজু আহমেদ, অভিনেতা আহসান হাবিব নাসিমরাও বাসায় থেকেই নিচ্ছেন করোনার চিকিৎসা। 

অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আবুল হায়াত, হাবীব ওয়াহিদ, আফসানা মিমি ও মৌসুমীর মত তারকা শিল্পীরা।

আরও পড়ুন