বাংলাদেশ, বিনোদন, স্বাস্থ্য

করোনার হানা দেশের গ্ল্যামার জগতে; দীর্ঘ হচ্ছে তালিকা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই এপ্রিল ২০২১ ০২:১৭:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা হানা দিচ্ছে দেশের গ্ল্যামার জগতে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে, অনেকে লড়াই করে মুক্ত হয়েছেন। আবার অনেকে ঘরে বসে লড়ছেন এই মহামারির সঙ্গে। দিনে দিনে এই তালিকা দীর্ঘ হচ্ছে।

৫ই এপ্রিল করোনা আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন বাংলা চলচ্চিত্রের  মিষ্টিমেয়ে' খ্যাত তারকা শিল্পী কবরী। তার পরিচালিত নতুন সিনেমা 'এই তুমি সেই তুমি'র শুটিং শেষে করোনা আক্রান্ত হন।

একই দিনে করোনা আক্রান্ত হয়ে ঘরে অবস্থান নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

এর আগে ৩রা এপ্রিল করোনা পজিটিভ হন নায়িকা মৌসুমী।

দোসরা এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়েন শিল্পী দম্পতী শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। 
অন্যদিকে আক্রান্ত হয়ে গত ৭ই এপ্রিল রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হন অভিনেতা, নির্মাতা গাজী রাকায়েত।

করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন আফসানা মিমি।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন অভিনেতা আবুল হায়াৎ। 

আরও পড়ুন