খেলাধুলা, অন্যান্য খেলা

করোনার ২য় ঢেউয়ের শুরুতে অ্যাথলেটিকস ফেডারেশনের ঝুকিঁপূর্ণ আয়োজন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে নভেম্বর ২০২০ ০৭:৩৩:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা টেস্ট ছাড়াই ৫শ প্রতিযোগি নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস।

করোনার ২য় ঢেউ কালে কোন রকম জৈব সুরক্ষার বলয় না করে শিশু-কিশোরদের এতো বিশাল সমাগম করতে যাচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন। ৪ গ্রুপে ৪১ ইভেন্টে অংশ নেবে দেশের ৬৪ জেলা থেকে উঠে আসা ৫০০ কিশোর-কিশোরী ও ১০০ কর্মকর্তা।

করোনা টেস্ট হচ্ছে না কারোই। জনসমাগম এড়াতে সরকারি নির্দেশ থাকলেও মানছে না অ্যাথলেটিক্স ফেডারেশন। প্রেস কনফারেন্সে নিয়মিত বুলি আওড়ালেন কর্তারা। কোন কোন ইভেন্ট কত বছর বয়সীদের অংশগ্রহণ সেসব। ১৭ ইভেন্টে অনুর্ধ্ব ১৭ বছর বয়সী বালক বালিকা আর ২৭ ইভেন্টে অংশ নেবে অনুর্ধ্ব ১৯ কিশোর-কিশোরী।

শুক্রবার বিকাল তিনটায় আসরের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার প্রতিযোগিতার সমাপনী। আসর আয়োজনে কোন যুক্তি দেখাতে পারেনি ফেডারেশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দিনের আসর হবে শুক্র ও শনিবার। তৃণমুল থেকে অ্যাথলেট তুলে আনার বৃহত্তম এবারের আসর হচ্ছে প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন