সারা বিশ্বে করোনায় আক্রান্ত ৫৩ লাখ ছাড়িয়েছে।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে এখন ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। একদিনে মৃত্যু হয়েছে ৯৬৬ জনের, করোনা শনাক্ত হয়েছে প্রায় ২০ হাজার ।
ব্রাজিলের পর তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া, সেখানে আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি হয়েছে ১২শ ৯৩ জনের। দেশটিতে মোট শনাক্ত ১৬ লাখ ৩৫ হাজারের বেশি।
এদিকে মেক্সিকোতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৪২০ জন। স্পেনে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। একদিনে মারা গেছেন ৬৮৮ জন, যা গত ৮ই এপ্রিলের পর সর্বোচ্চ। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ২৮ হাজার।
একদিনে ১৪২ জনসহ ভারতে মোট মৃত্যু এখন তিন হাজার ৭শর বেশি। একদিনেই সাড়ে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মোট আক্রান্ত প্রায় ১ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। করোনায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখের বেশি, মৃত্যু ৩ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ২১ লাখের বেশি মানুষ।