বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

করোনায় আরও একজন চিকিৎসকের মৃত্যু

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ০৪:২৫:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আরও একজন চিকিৎসকে হারালো দেশ। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।

ডা. মনজুর রশীদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ চিকিৎসক।

বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল বলেন, কোভিড পজেটিভ হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন ডা. মনজুর রশিদ চৌধুরী। তার বয়স হয়েছিলো ৬১ বছর। ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার চেম্বার ছিল।

আরও পড়ুন