জাতীয়

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৬ই জুন ২০২০ ০২:৩৮:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সর্বোচ্চ ২ হাজার ৬৩৫ জন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। বর্তমানে সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ৬৩ হাজার ২৬জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৮৪৬।

শনিবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯০৯ টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। পরীক্ষায় ২৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ আরও ৫১২ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
 

আরও পড়ুন